জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য মো. রেজাউল করিম বলেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নিয়ে কাজ করার সময়ে কোনো ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হলে সবাইকে ‘সব কথা জানিয়ে দেবেন’।
রোববার দুপুর দেড়টার দিকে উপাচার্য তার কক্ষে শিক্ষার্থীদের উদ্দেশে এ কথা বলেন।
জকসুর নীতিমালা পাশ হওয়ার পর তা ইউজিসি, শিক্ষা ও আইন মন্ত্রণালয়ের ধাপ পার হয়ে আইনি রূপ পাওয়ার, তিন মাসের মধ্যে নির্বাচন করা হবে বলেও আশ্বাস দিয়েছেন উপাচার্য।
রেজাউল করিম বলেন, মঙ্গলবার আমরা সিন্ডিকেট সভা ডেকে নীতিমালা নিয়ে আলোচনা করব। সেই নীতিমালা পাশ হলে তা ইউজিসিতে যাবে। তারপর সেটা শিক্ষামন্ত্রণালয় হয়ে আইন মন্ত্রণালয় যাবে। সেখান থেকে শিক্ষামন্ত্রণালয় হয়ে রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন পাশ হবে। আর আইন হওয়ার পর আগামী ৯০ দিনের মধ্যে জকসু নির্বাচনের আয়োজন করব।
তিনি বলেন, জকসু নিয়ে কাজ করতে এখন পর্যন্ত কোনো বাধা পাইনি, পরবর্তীতে বাধা আসলে আমিও সবাইকে সব কথা জানিয়ে দেব।
আবাসন খাতে সম্পূরক বৃত্তি এবং জকসু নীতিমালা ও সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা-এই দুই দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কক্ষের সামনে শিক্ষার্থীরা ‘ব্রেক দ্য সাইলেন্স’ কর্মসূচি পালন করেন।
সকালে ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে দুই ঘন্টা অবস্থানের পর দুপুর ১২টায় প্রশাসনিক ভবনের উপাচার্য কক্ষের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।